Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বাসরুটগুলোতে সন্ধ্যার পর নতুন ট্রিপ সংযোজন করে সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ঢাবির ভিসি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

 

সংবাদ সম্মেলন শেষে ফিতা কেটে সান্ধ্যকালীন বাস ট্রিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাকসুর সহ সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীরা আমাদের নেতা নয়, তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে। আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া এবং শিক্ষার্থীদের দায়িত্ব আমাদের জবাবদিহির আওতায় রাখা। আমরা ব্যক্তি নয়, পলিসিগত পরিবর্তনের মাধ্যমে কাজ করতে চাই, যেন ভবিষ্যতে এখানে আর এসব মৌলিক কাজের প্রয়োজন না পড়ে।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের সময় আমরা যে ইশতেহার দিয়েছি, ইনশাআল্লাহ তার সবগুলো বাস্তবায়ন করবো। বাসরুটে নতুন বাস সংযোজন, কুমিল্লা পর্যন্ত বাস চালু এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস সার্ভিস চালুর বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করছি। শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার সমাধানে আমরা কাজ করছি। আমরা এমন একটি ক্যাম্পাস রেখে যেতে চাই, যেখানে ভবিষ্যৎ শিক্ষার্থীরা একটি স্বপ্নের ক্যাম্পাস পাবে।

ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, ডাকসু নির্বাচনের আগেই আমরা বলেছিলাম শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলোর সমাধানই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনের পর থেকে আমরা সেই মৌলিক সমস্যাগুলোর সমাধানে কাজ করে যাচ্ছি। শুধু পরিবহন নয়, প্রতিটি সেক্টরের সমস্যার সমাধানে আমরা কাজ করবো।

পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে কাজ করছি। ধাপে ধাপে আমাদের সব ইশতেহার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আগামী শনিবারে বাস ট্রিপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি রুটে বাস সংখ্যা বাড়ানো এবং নতুন বাস সংযোজনের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে কখনো সান্ধ্যকালীন বাস সার্ভিস ছিল না। অনাবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই আমরা এই সান্ধ্যকালীন বাস চালু করেছি, যা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি নতুন সংযোজন।

এ সময় ডাকসুর বিভিন্ন সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন বাসরুট কমিটির নেতৃবৃন্দ এবং অনাবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে মুনাজাত করা হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে জিলাপি বিতরণ করা হয়।