লক্ষ্মীপুরের "কমলনগরে প্রধান শিক্ষকের মামলায় ৩ আসামির জেল" এই হেড লাইনে দৈনিক জনকণ্ঠের অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলে কিছুক্ষণ পরে ঐ নিউজটি দৈনিক জনকণ্ঠ ফেসবুক পেইজে শেয়ার করে। নিউজটি পোস্টের নিচে উক্ত ৩ আসামির একজন আরমান হোসেন মামলার বাদী ও চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উদেশ্য করে কমেন্ট বক্সে লিখেছে অতঃপর আমরা সবাই এখন জেলা কারাগারে আছি। পিলিজ দোলন আমাদের রক্ষা করো লিখে মজার একটি রিজেক্ট লিখে যায়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ই জুলাই রাতে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় আসামী পক্ষ তার ওপর আক্রমণ করে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর আগ থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের সাথে আসামী পক্ষের বিরোধ চলছিলো। এই ঘটনায় প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ভাই জহির উদ্দিন পরের দিন বাদি হয়ে কমলনগর থানায় ৫জনকে আসামী করে মামলা করেন। থানা পুলিশ অধিক তদন্ত করে আদালতে চার্জসিট দাখিল করেন।
প্রসঙ্গ কমেন্ট বক্সে লিখা আসামি আরমান হোসেনকে ১ হাজার টাকা জরিমান অনাদায়ে ৭ দিন জেলে থাকার আদেশ দেন। বাকি আসামীদের মধ্যে চর লরেন্স এলাকার সাখাওয়াত হোসেন রাসেদের ছেলে মাহাথির হোসেনকে ৩ মাসের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা, তার ভাই রায়হান হোসেন।