Image description
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জোহা খান বলেছেন, জামায়াত আওয়ামী লীগের চাইতেও বেশি খারাপ এবং ধ্বংসাত্মক। তারা ক্ষমতায় এলে একাত্তরের মতো এ দেশ ছেড়ে সংখ্যালঘুদের পালিয়ে বেড়াতে হবে।
 
সোমবার (১২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে নওগাঁর ধামইরহাটে এমএম ডিগ্রি কলেজ হলরুমে তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আয়োজন করে ধামইরহাট উপজেলা ও পৌর শাখা যুবদল। 
 
তারেক রহমানের ৩১ দফার মধ্য থেকে জন গুরুত্বপূর্ণ ৮ দফা ভোটারদের কাছে তুলে ধরার জন্য যুবদলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামসুজ্জোহা খান বলেন, জামায়াত ধর্মের দোহাই দিয়ে কোমলমতি নারীদের ফুসলিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। এদের দুরভিসন্ধি থেকে জাতিকে বাঁচাতে হবে।
 
 
জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পত্নীতলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকিব জাবেদ মিজান, পৌর যুবদলের আহ্বায়ক আলতাফ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের কর্মীরা।