Image description

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছে দুটি ব্যাংক। একইসঙ্গে ওই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীও পৃথকভাবে আপিল করেছেন।

রোববার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়া ও ট্রাস্ট ব্যাংক আলাদাভাবে আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের আবেদন জমা দিয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এসব আপিলের শুনানি বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩ জানুয়ারি চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যাচাই-বাছাই শেষে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তবে পরে ঋণখেলাপি-সংক্রান্ত অভিযোগ ওঠে। 

জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী দাবি করেন, আদালতের দেওয়া এক আদেশে আসলাম চৌধুরীকে ঋণখেলাপি ঘোষণা থেকে বিরত রাখা হলেও শর্ত হিসেবে ১৩টি ব্যাংকে ৫০ কোটি টাকা ৩১ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তার অভিযোগ, ওই শর্ত থাকা সত্ত্বেও মনোনয়ন বহাল রাখা হয়েছে।

অন্যদিকে আসলাম চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন। রোববার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তার মনোনয়ন বাতিলের উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ব্যাংক এশিয়ার ঢাকা করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালক আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে আপিল করেছেন। একই অভিযোগে ট্রাস্ট ব্যাংকও পৃথক আবেদন জমা দিয়েছে।