Image description
মিশন শুরু বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকা আসছেন আজ। সন্ধ্যায় রুটিন ফ্লাইটে তিনি বাংলাদেশে পৌঁছাবেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বর্তমান টিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা এবং রাষ্ট্রাচার অনুবিভাগের কর্মকর্তারা যৌথভাবে তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

কূটনৈতিক সূত্র মানবজমিনকে জানিয়েছে, আগামী ১৫ই জানুয়ারি বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের মধ্যদিয়ে ঢাকা মিশন শুরু করবেন নয়া মার্কিন দূত। তার আগের দু’দিনে তিনি পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রাচার অনুবিভাগের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করে ক্রিডেনশিয়াল সাবমিশনের প্রস্তুতি রেকি করবেন। নয়া দূতের যোগদান বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মধ্যে প্রয়োজনীয় বৈঠকাদি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। মার্কিন সিনেট গত ডিসেম্বরে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে।

গত ৯ই জানুয়ারি বিকালে রাষ্ট্রদূত হিসেবে তিনি শপথ নেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। এরপর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশে দায়িত্ব নেয়ার বিষয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।