Image description

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে হত্যা ও অস্ত্রসহ ১১টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শুটার ইকবাল (৩৫) ও তার বাবা মো. জালাল উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দিকী।

তিনি জানান, রায়পুরার চরাঞ্চলে সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রম উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার ৯ পদাতিক ডিভিশনের অধীনে রায়পুরা আর্মি ক্যাম্পের নেতৃত্বে পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে শ্রীনগর ইউনিয়নের গোবিনাথপুর এবং বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উপজেলার সায়দাবাদ এলাকার বাসিন্দা শুটার ইকবাল ও তার বাবা মো. জালাল উদ্দিনকে গোবিনাথপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি রামদা, দুটি ডেগার, চারটি ছুরি, দুটি চাপাতি, আটটি কার্তুজ, পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি, তিনটি দেশীয় বল্লম, ২২টি পটকা, একটি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ছাড়া উদ্ধার করা হয় ১৫টি বাটন মোবাইল, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি আইফোন, কাগজপত্রসহ মানিব্যাগ, এনআইডি কার্ড ও অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম।

 

একই দিন আরেকটি অভিযানে বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় লাকী বেগমের বাড়িতে বোমা কালামের আস্তানা থেকে একটি দেশীয় ওয়াট শুটারগান ও দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বক্কর সিদ্দিকী জানান, শুটার ইকবালের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। তার বাবা জালাল উদ্দিনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরো বলেন, ‘চরাঞ্চল থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সমন্বিতভাবে অভিযান চলমান থাকবে। এর মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়পুরার চরাঞ্চলের ৬টি ইউনিয়নে ভোটকেন্দ্রগুলোতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ইতোমধ্যে চরাঞ্চলে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে এবং ভবিষ্যতে তা আরো জোরদার করা হবে।’