Image description

কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে। ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া পূর্বের আদেশটি স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

আদালতের এই সিদ্ধান্তের ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল বা অযোগ্য হওয়ার বিষয়টি চূড়ান্ত রূপ নিল। আইনজীবীদের মতে, উচ্চ আদালতের এই স্থগিতাদেশের পর তার নির্বাচনে ফেরার আর কোনো আইনি সুযোগ অবশিষ্ট নেই।

উল্লেখ্য যে, কুমিল্লা-৪ আসনে বর্তমানে রাজনৈতিক সমীকরণ বেশ জমজমাট। এই আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।