Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বাম সংগঠন ও জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত কোনো প্যানেলের প্রার্থীই জয়ী হতে পারেননি। ২১টি পদের মধ্যে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ ১৬টিতে জয় পেয়েছে। অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ চারটি পদে এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে অংশ নেয় চারটি প্যানেল—
১. ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’,
২. ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ ও আপ বাংলাদেশ–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’,
৩. বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং
৪. জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।


 

ফলাফলে দেখা যায়, ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদেই ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে জয় লাভ করেন।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া (৫,৩৮৫ ভোট), পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন (৪,০২৩ ভোট) এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব (৪,৬৯৮ ভোট) নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ সাদমান আমিন ৩ হাজার ৩০৭ ভোট পেয়ে জয়ী হন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে বিজয়ী হন জাহিদ হাসান (৩,১২৪ ভোট)।

অন্যদিকে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল থেকে ভিপি পদে গৌরব ভৌমিক পান ১০৮ ভোট, জিএস পদে ইভান তাহসীব ১,৭২৪ ভোট এবং এজিএস পদে শামসুল আলম মারুফ পান ৪৭০ ভোট। সম্পাদকীয় ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্যানেলটির কোনো প্রার্থীই জয়ী হতে পারেননি।

জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকেও কেউ নির্বাচিত হননি। ভিপি পদে কিশোর আনজুম সাম্য পেয়েছেন ১৪০ ভোট, জিএস পদে মো. ফয়সাল মুরাদ ৮৮১ ভোট এবং এজিএস পদে শাহিন মিয়া পান ১,০৬০ ভোট।

উল্লেখ্য, জকসু নির্বাচনে ২১টি পদের বিপরীতে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদের বিপরীতে ৩৩ জনসহ মোট ৩৪টি পদে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন।