Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে বাকি রয়েছে এখন পর্যন্ত ১৬ কেন্দ্র। সবশেষ প্রাপ্ত ২ কেন্দ্রে প্রকাশিত ফলাফলসহ মোট ফলে ভিপি পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। 

এর মধ্যে ২৩ নং কেন্দ্র তথা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউট  আনুষ্ঠানিক ফলাফল ভিপি পদে রিয়াজুল ইসলাম : ৯৭ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব : ৯২ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ১০২ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৪৪ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ৯১  (ছাত্রশিবির) ও তানজিল: ৮৪ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

২২ নং কেন্দ্র তথা ইসলামিক স্টাডিজ বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম ২০৩ (ছাত্রশিবির) ভোট, একেএম রাকিব ৭৭ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৭৮ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা ৩২ (ছাত্রদল); এজিএস পদে মাসুদ রানা ১৫৩ (ছাত্রশিবির), তানজিল  ১২৫ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

এছাড়াও ২১ নং কেন্দ্র তথা গণিত বিভাগের আনুষ্ঠানিক ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম : ২০৩  (ছাত্রশিবির), একেএম রাকিব : ১১১ (ছাত্রদল); জিএস পদে আব্দুল আলিম আরিফ : ২১৫ (ছাত্রশিবির), খাদিজাতুল কুবরা: ৫৯ (ছাত্রদল) এবং এজিএস পদে মাসুদ রানা: ১৮১  (ছাত্রশিবির) এবং তানজিল: ১১০ (ছাত্রদল) ভোট পেয়েছেন।

এর আগে সঙ্গীত বিভাগে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে আসনটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট। এক ভোটও পায়নি শিবিরের জিএস ও এজিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। অন্যদিকে এজিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি।

বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ এবং দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি এবং সঙ্গীতসহ বেশ কয়েকটি বিভাগের ফল প্রকাশ করা হয় এর আগে।