রাজশাহীর বাঘায় পদ্মার চরে রাতের আঁধারে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় সোহেল রানা (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার ( ৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই ঘটনা ঘটে।
সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সোহেল রানাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী ও মেয়েকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তের পদ্মার চরের নীচ খানপুরের হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজার মাঠ এলাকার সংযোগস্থল পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় খানপুরের মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬), একই গ্রামের শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নিহত হয়। পরের দিন ২৮ অক্টোবর হবিরচর থেকে কুষ্টিয়ার লিটন হোসেন নামের আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশের ধারণা, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র লোকজন এসে অতর্কিতভাবে গুলি ছুড়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে রাত সাড়ে ৩টার দিকে সোহেল রানাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
শীর্ষনিউজ/