Image description

তীব্র এই শীতে বিত্তবানদের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘শীতে কাঁপছে সারা দেশ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন যাঁরা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।

 
মহান আল্লাহ আমাদের যাঁদের সামর্থ্য দিয়েছেন, আমরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেই, তবে লাখো মানুষের এবারের শীত কাটবে স্বস্তিতে ও হাসিমুখে।’

 

জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের দাখিল করা হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

 
ফলে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে কোনো আইনি বাধা নেই গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিল।