গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় অবস্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্যে তিনি শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন বলেও অভিযোগ করা হয়। এ ঘটনার ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে কথা বলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
শনিবার (৩ জানুয়ারি) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
মাসুদ কামাল বলেন, ভাবুন, এখন যিনি পুলিশ কর্মকর্তা হিসেবে আছেন, তার সহকর্মীকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো বিচার হবে না, যদি বিচার না হয়, এই যে ভদ্রলোক এখন আছেন তিনি কি আর তার যে দায়িত্ব সে দায়িত্ব পালনে আগ্রহী হবেন? উনি ভাববেন কোনোদিন আমাকেও পুড়িয়ে দেবে, কোনো বিচার হবে না। আর যে পুড়াবে সে যদি জানে, তার কোনো বিচার হবে না, তাহলে সে আরো পুড়াবে। তাহলে এই যে আইনের অবস্থাটা আপনার করে রেখেছেন, ড. ইউনূস সাহেব একটা সরকার গঠন করেছেন, এই সরকারের যে অবস্থাটা করেছেন উনি, কাদের প্ররোচনায় করেছেন সেটা দেখছি। তারা এখন জামায়াতের লোক হয়ে গেছে। তারা এখন জামায়াতের পাঞ্জাবির পকেটে গিয়ে ঢুকছে, তারাই তো এ সমস্ত চাপ দিয়ে করিয়েছে।
তিনি বলেন, কোন দেশে আছেন? কোথায় আইন কানুন? একটা কথা মাথায় রাখবেন, যে পুলিশকে আপনি টাঙ্গিয়েছেন উল্টো করে, যে পুলিশকে আপনি গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, যে পুলিশ থানায় বসেছিল তাকে পিটিয়ে মেরেছেন, তার যে সন্তান, তার যে পরিবার, তারা কিন্তু এই দেশেরই নাগরিক। সেই নাগরিকের প্রতি কি সরকারের কোনো দায়-দায়িত্ব নেই? এই সরকার কার সরকার? তাদের (পুলিশ) সন্তান যারা আছেন, তারা কতটা কষ্টে আছেন, তাদের মানবতার জীবন, একটা পুলিশ কর্মরত অবস্থা যদি মারা যায়, তার যে অর্থনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা কি এই নিহত পুলিশের আত্মীয়স্বজন পাচ্ছে? পরিবার পাচ্ছে? কেন পাচ্ছে না? পাওয়া কি উচিত না? তারা তো অর্ডার ফলো করছে, যার অর্ডার ফলো করছে তার কি হয়েছে? এইভাবে দেখতে দেখতে যে আইজিপি, তার হয়েছে পাঁচ বছরের সাজা। আর পুলিশের চলে গেছে জীবন। এটার নাম বৈষম্য বিরোধিতা।
তিনি আরো বলেন, এই বৈষম্যের সমাধান কে করবে? আমি তো মনে করি যে একটা প্রজন্মকে যখন আপনারা এরকম বৈষম্যের মধ্যে ঠেলে দেবেন, এই পুলিশ কর্মকর্তা ছেলেমেয়েরা কি এই সরকারের প্রতি, এই ঘটনার প্রতি এক ধরনের ঘৃণা, এক ধরনের ক্রোধ নিয়ে বড় হতে থাকবে না? কিসের বৈষম্যবিরোধী? আমিও দেখছি প্রতিটা পদক্ষেপে বৈষম্য।