টুডে ডেস্ক :
শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা, কর্ম ও সাংস্কৃতিক-রাজনৈতিক অবস্থান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ‘মিম্বার প্রতিযোগিতা ২০২৬ - শহীদ শরীফ ওসমান হাদি-চির উন্নত শির’ শীর্ষক একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করেছে সাংস্কৃতিক ও চিন্তাশীল প্ল্যাটফর্ম মিম্বার। প্রতিযোগিতাটিতে সর্বমোট পুরস্কারমূল্য ধরা হয়েছে দুই লক্ষ টাকা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতা শহীদ শরীফ ওসমান হাদির রেখে যাওয়া দায়বদ্ধতা থেকেই আয়োজন করা হয়েছে। তাঁর আত্মত্যাগ, রাজনৈতিক দৃঢ়তা ও চিন্তাগত সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়েই এ উদ্যোগ। আয়োজকদের ভাষায়, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং শহীদের আত্মার সঙ্গে আত্মা মিলিয়ে উচ্চারিত একটি অবস্থান-‘জান দেবো, জুলাই দেবো না।’
আয়োজকরা আরও জানান, শরীফ ওসমান হাদি কোনো একক পরিচয়ের মানুষ নন। তিনি একজন কবি কিংবা কর্মীর সীমা ছাড়িয়ে একটি সময়, একটি সংগ্রাম ও একটি চিন্তাধারার প্রতিনিধিত্বকারী নাম। তাঁর সাহিত্য, রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক অবস্থান এবং সাংস্কৃতিক লড়াইকে আবেগ নয়, বরং তথ্য, বিশ্লেষণ ও দায়বদ্ধ পাঠের মাধ্যমে উপস্থাপন করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দুইটি বিভাগে। প্রথম বিভাগে রয়েছে কবিতা আবৃত্তি ও ভিজ্যুয়াল উপস্থাপনা। এ বিভাগে অংশগ্রহণকারীরা কবির একমাত্র কাব্যগ্রন্থ ‘লাভায় লাল শাক পুবের আকাশ’ থেকে কবিতা আবৃত্তি করতে পারবেন। পাশাপাশি কবিকে নিয়ে বিশেষ ভিজ্যুয়াল উপস্থাপনা বা ভিডিও বক্তব্যও জমা দেওয়া যাবে। আবৃত্তির মান, ভাব, উপস্থাপনা এবং ভিজ্যুয়াল ভাষাকে মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে।
দ্বিতীয় বিভাগটি প্রবন্ধ লেখা প্রতিযোগিতা। এতে শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা ও কর্ম নিয়ে প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধের সম্ভাব্য বিষয় হিসেবে রাষ্ট্রচিন্তা, সংস্কৃতি ও ফ্যাসিবাদী সংস্কৃতি, আধিপত্যবাদ প্রশ্ন, কবি ও কবিতা, পররাষ্ট্রনীতিতে হাদির ভাবনা, শাহবাগ মোকাবিলায় কর্মপন্থা, ইয়েলো জার্নালিজম, জুলাই অভ্যুত্থান, নয়া রাজনীতি, ব্যক্তিগত ও পারিবারিক জীবন এবং ইনকিলাব মঞ্চে তাঁর ভূমিকার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
প্রতিযোগিতার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
সংক্ষিপ্ত নিয়মাবলিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী একটি মাত্র বিভাগে একটি লেখা বা ভিডিও জমা দিতে পারবেন। নকল বা কপি-পেস্ট লেখা গ্রহণযোগ্য নয় এবং প্রবন্ধে নিজস্ব বিশ্লেষণের পাশাপাশি তথ্যসূত্র উল্লেখ করতে হবে। ভিডিও জমার ক্ষেত্রে স্পষ্ট অডিও ও মানসম্মত ভিজ্যুয়াল আবশ্যক। ফেইক আইডি বা একাধিক সাবমিশন বাতিল বলে গণ্য হবে।
অংশগ্রহণকারীদের লেখা ও ভিডিও মিম্বার ফেসবুক গ্রুপে পোস্ট করার পাশাপাশি [email protected] ইমেইলে পাঠাতে হবে এবং অবশ্যই #MinbarHadi26 হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মাধ্যমে লেখক, আবৃত্তিশিল্পী ও চিন্তাশীল তরুণদের জন্য একটি দায়িত্বশীল ও গঠনমূলক প্ল্যাটফর্ম তৈরি হবে- যেখানে চিন্তার গভীরতা, গবেষণা ও শিল্পবোধের যথাযথ মূল্যায়ন সম্ভব হবে।