Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এই যাচাই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার (২ জানুয়ারি) সরকারি ছুটি থাকলেও বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনে মনোনয়ন যাচাইয়ের কাজ অব্যাহত থাকে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

এদিকে, প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।