Image description
নতুন বছরের প্রথম দিনে সারা দেশে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে মোট চাহিদার ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে সরকার। 
 
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
 
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার এবার অনেক আগে থেকেই পাঠ্যপুস্তক যাতে সময় মতো ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যায় সে নিয়ে কাজ শুরু করেছিল এবং এ বিষয়ে অনেকাংশে সরকার সফল হয়েছে। আজকে (বৃহস্পতিবার) ১ জানুয়ারিতে শিক্ষাবর্ষের চাহিদাকৃত প্রাথমিক এবং প্রাথমিক স্তরের ৩০ কোটি ২ লক্ষ ৫ হাজার ১০৪টি পাঠ্যপুস্তকের মধ্যে ২৪ কোটি ৫৯ লাখ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে, যা মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ। এর মধ্যে প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য প্রস্তুতকৃত বইগুলো শতভাগ, ইবতেদায়ি মাদ্রাসার ৯৫ শতাংশ, নবম এবং দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ৮৬ শতাংশ, ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ৮২ শতাংশ এবং ব্রেইল পদ্ধতির ৭৭ শতাংশ বই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণির ৬৩ শতাংশ এবং অষ্টম শ্রেণির ৫২ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বছরের প্রথম দিনে। এই বছর যথেষ্ট সময় নিয়ে কাজ শুরু করার পরেও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক প্রস্তুতিতে কিছুটা সময় লেগেছে। প্রথম দিনে এই সময় লাগার কারণে এই দুই শ্রেণির পাঠ্যপুস্তক হয়তো শিক্ষার্থীদের কাছে এখনো সবগুলো পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি। তবে ডিসেম্বরের ২৮ তারিখেই সবগুলো পাঠ্যপুস্তকের পিডিএফ কপি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বিশ্বের যেকোনো স্থান থেকে যে কেউ এই পুস্তক প্রিন্ট আউট নিয়ে পড়তে সক্ষম হবেন। তিনি আরো বলেন, পাঠ্যপুস্তককে নির্ভুল করতে এবার নজিরবিহীন উদ্যোগ নেওয়া হয়। ১২৩টি পাঠ্যপুস্তকের ভুল শনাক্ত করে ৩০০ জনেরও বেশি অভিজ্ঞ শিক্ষকের মতামতের ভিত্তিতে তা সংশোধন করা হয়েছে। ২১ দিনব্যাপী কর্মশালার মাধ্যমে ছাপার অস্পষ্টতা, বানান ও ভাষাগত ত্রুটিগুলো দূর করা হয়েছে। এমনকি প্রথমবারের মতো ইংরেজি সংস্করণের বইগুলোও বুয়েটের বিশেষজ্ঞ দলের সহায়তায় পরিমার্জন করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। আজ শোকের দ্বিতীয় দিন হওয়ায় আমরা বড় কোনও উৎসব করছি না। তবে উৎসব না হলেও প্রথম দিনে ৮৩ শতাংশ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া এক বিশাল অর্জন। গত পাঁচ বছরে কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই বিতরণ করা সম্ভব হয়নি, কিন্তু এবার ১৫ জানুয়ারির মধ্যেই সেই লক্ষ্যমাত্রা ছোঁবে সরকার।