Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা পৌঁছান তিনি। ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে, তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

বিপুল মানুষের উপস্থিতির মধ্যে, বেগম খালেদা জিয়ার জানাজা আজ দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। জানাজা আয়োজনের জন্য, খালেদা জিয়ার মরদেহ বর্তমানে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ ও বাইরের অংশসহ পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে।