ঠাকুরগাঁওয়ে রাতের অন্ধকারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত মাজারগুলোতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা মাজারগুলোতে হামলা চালায়। ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে গেলে তারা ভাঙচুর করা মাজারগুলো দেখতে পান ।হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়রা বলেন, এসব মাজার বহু বছরের পুরনো এবং এর আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত চলছে।’