Image description
 

পাবনায় মাদারবাড়ীয়ায় এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৭টার দিকে পাবনা-সুজানগর রোডের মাদারবাড়ীয়া এলাকার বেতিপাড়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম পাবনা সদর থানার দৌগাছী ইউনিয়নের মুনিবপুর গ্রামের আনার প্রামানিক এর পুত্র। সিয়াম পানির লাইন মেরামতের কাজ করতেন।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, সিয়াম চুল কাটাতে তার ব্যক্তিগত মটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পাবনা-সুজানগর রোডের মাদারবাড়ীয়া এলাকা বেতিপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিয়াম নিহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে ২৫০ শস্যা বিশিষ্ট পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। পাবনা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, পাবনার মাদারবাড়ীয়া এলাকায় মটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। দুঘর্টনার পর সিএনজি পালিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শীর্ষনিউজ