তেলের চাপ হঠাৎ কমে যাওয়ায় আকাশে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৭৭ বিমানকে মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, মুম্বাইগামী ওই বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে এবং পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, ১২ জুন একটি বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার ইতোমধ্যে এয়ার ইন্ডিয়া কঠোর নজরদারির মধ্যে রয়েছে। ডিজিসিএ আগেও সংস্থাটির একাধিক নিরাপত্তা ত্রুটির কথা উল্লেখ করেছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট বিমানটি প্রায় ১৫ বছর পুরোনো এবং বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলাচল করেছে।
ডিজিসিএর বিবৃতিতে বলা হয়, সোমবার উড্ডয়নের পর ফ্ল্যাপস রিট্র্যাকশনের সময় বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানের ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ কম লক্ষ্য করেন পাইলটরা। অল্প সময়ের মধ্যেই চাপ শূন্যে নেমে এলে নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে তারা ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং বিমানটি দিল্লিতে ফেরত আনার সিদ্ধান্ত নেন।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আধুনিক বিমান এমনভাবে তৈরি যে একটি ইঞ্জিন দিয়েই নিরাপদে উড়ে অবতরণ করা সম্ভব। ফলে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, ‘এই অপ্রত্যাশিত ঘটনার কারণে যাত্রীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিমানটি বর্তমানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।’