Image description

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বউয়ের বটির কোপে বড় ভাই টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার আলগী ইউনিয়নের গুলপান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত টুকু মোল্লা একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। খবর পেয়ে ইতোমধ্যে মরদেহ উদ্ধারের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর নিহত টুকু মোল্লার একটি হাঁস তার চাচাতো ভাইয়ের বউ সিমা আক্তারের হাঁস-মুরগির ঘরে ঢুকে পড়ে। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সিমা আক্তার ধারালো বটি দিয়ে টুকু মোল্লাকে কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত হলে প্রতিবেশীরা দ্রুত টুকু মোল্লাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ও একটি হাঁস খোপে (হাঁস-মুরগির ঘর) যাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। সেই সঙ্গে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।