জামিন প্রসঙ্গে ফেসবুকে উচ্চ আদালতের বিচারক ও আইনজীবীদের ভূমিকা নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি জানান, আগামী বছরের ১ ও ২ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এর আগে অস্ত্র মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে গতকাল বুধবার মধ্যরাতে ফেসবুকে পোস্ট দেন আসিফ নজরুল। বিচারিক বিবেচনার বাইরে জামিন এবং এ জামিনের সঙ্গে প্রভাবশালী আইনজীবীদের অবস্থান নিয়ে মন্তব্য করেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আইনজীবীদের কাজ মামলা করা। আদালতকে সহায়তা করা। আদালত নথি দেখে ব্যবস্থা নেন। এখানে আদালতও আইনের বাইরে যেতে পারেন না। সেখানে কথায় কথায় বিচারপতিদের সমালোচনা করা, আইনজীবীদের উদ্দেশ্যে কথা বলা, তাহলে হবে কি বিচারপতি ও আইনজীবী আইনি সহায়তা দিতে অসহায় ও বিব্রতবোধ করবেন।’
তিনি বলেন, ‘আইন উপদেষ্টা ভালো মানুষ। পন্ডিত ব্যক্তি। উনি যেভাবে আদালত ও আইনজীবীদের সমালোচনা করেন সেটা তার কাছ থেকে আশা করি না। তিনি যেন তার এই বক্তব্য প্রত্যাহার করে নেন। স্বাভাবিক বিচার ব্যবস্থার ওপর কারও আঘাত করা উচিৎ হবে না।’
সুপ্রিম কোর্ট বার সভাপতি আরও বলেন, ‘নিম্ন আদালতেও তো অনেক কিছু হয়েছে। হাইকোর্টে জামিন হয়নি কিন্তু নিম্ন আদালতে জামিন হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। এগুলোতো মানুষ বোঝে।’
তিনি বলেন, ‘উচ্চ আদালতের কোনও বিচারপতি ভুল করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অভিযোগ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়। এখানে সস্তা জনপ্রিয়তার কোনো সুযোগ নেই। আইন উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব তিনি যেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করেন।’
সুপ্রিম কোর্ট বার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ইতোমধ্যে আমাদের মিটিং হয়েছে। আমরা আশা করছি আগামী ১ ও ২ এপ্রিল সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের জন্য নীতিগতভাবে আমরা একমত হয়েছি।’