সরকারি চাকরিজীবীরা পে-স্কেল বাস্তবায়নের জন্য দেওয়া আল্টিমেটামের শেষ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ১৮ লাখ সরকারি কর্মচারীর দাবির আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ায় এখন পে-স্কেল বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন কর্মচারী নেতারা।
রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা চিঠি হস্তান্তর করেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। আজ তিনি অফিসে না থাকায় দেখা সম্ভব হয়নি।”
উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, পে-স্কেল ও কর্মচারীদের সমস্যার বিষয়ে অর্থ উপদেষ্টাও অবগত আছেন। কর্মচারী নেতারা আশা প্রকাশ করেছেন, খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে তাদের ডাকা হবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে গঠন করা কমিশনের দায়িত্ব ছিল ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়া। তবে কর্মচারীদের দাবি, নতুন পে-স্কেলের গেজেট ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই প্রকাশ করা উচিত।