Image description

বাংলাদেশি শ্রমিকদের কাজের প্রশংসা করলেন সৌদি আরবের জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউইয়। রবিবার (১৪ ডিসেম্বর) জেদ্দায় গভর্নর প্যালেসে অনুষ্ঠিত জেদ্দায় নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনে সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন।

এ সময় প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউইয় কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনে স্বাগত জানিয়ে কুশল বিনিময়, পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

জেদ্দা অঞ্চলে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো যায় সেই পথ বের করতে দুই দেশ এক সঙ্গে কাজ করার আশ্বাস দেন।

উভয় দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করে একই বাংরাদেশিদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

গভর্নর প্রিন্স সৌদ আরও উল্লেখ করেন যে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী এবং বৃহত্তর সহযোগিতার দিকে এগিয়ে চলেছে। তিনি কনসাল জেনারেলকে তার গভর্নর অফিস থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বাকনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি কর্তৃপক্ষ থেকে চমৎকার ব্যবস্থা ও অব্যাহত সহায়তার জন্য গভর্নরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে গভর্নর অফিস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।