Image description
ব্যাংকের এমডি পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও এখন থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হতে পারবেন। এছাড়া এমডি হওয়ার আগে ডিএমডি-এএমডি পদে তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের মতে, এটা দুঃখজনক। যারা এমডি পদে নিয়োগ দেন, তারাই যদি এমডি হতে চান, তাহলে সেটা সুস্পষ্টভাবে স্বার্থের দ্বন্দ্ব। এছাড়া এমডি হওয়ার আগে ডিএমডি-এএমডি পদে তিন বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা প্রত্যাহার চান তারা।

নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি ব্যাংকের ডিএমডি যুগান্তরকে জানান, এটি কার্যকর হলে ব্যাংক খাতে অনেক অভিজ্ঞ ডিএমডি পারবেন না এমডি হতে। কারণ তাদের বয়সসীমা শেষ হয়ে যাবে। তবে সুনির্দিষ্ট একটি গোষ্ঠী ব্যাংকের এমডি হতে পারবেন। কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকাররা এমডি হতে পারবেন না। এটা ব্যাংক খাতের জন্য অশনি সংকেত।

গত ২৬ নভেম্বর ব্যাংকের এমডি ও সিইও নিয়োগসংক্রান্ত নীতিমালায় নতুন এই বিধান যুক্ত করে জারি হওয়া প্রজ্ঞাপনের ফলে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক; আর্থিক খাতের মধ্যে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ব্যাংকের এমডি ও সিইও হতে পারবেন। এ জন্য তাদের নিয়ন্ত্রক সংস্থায় ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর হতে হবে প্রথম শ্রেণি বা সমমানের কর্মকর্তা এবং জাতীয় বেতন কাঠামোর দ্বিতীয় গ্রেডভুক্ত। ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই প্রথম ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের জন্য সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদ থেকে অবসরের বয়সসীমা ৫৯ বছর। আর ব্যাংকের এমডি বা সিইওর বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত। সে হিসাবে নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদ থেকে অবসরে যাওয়া শীর্ষ কর্মকর্তারা পাঁচ বছর পর্যন্ত ব্যাংকের এমডি ও সিইও হওয়ার যোগ্য বিবেচিত হবেন। তবে নিয়োগ হবে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে। নতুন বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ও বিএসইসিতে প্রথম শ্রেণির সমমানের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে যারা ২৫ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন, তারা ব্যাংকের এমডি ও সিইও হওয়ার সুযোগ পাবেন। তবে নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালকের (ইডি) নিচের কোনো কর্মকর্তা এই সুযোগ পাবেন না। কারণ, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নির্বাহী পরিচালকের পদই কেবল জাতীয় বেতন কাঠামোর দ্বিতীয় গ্রেডভুক্ত। অথবা বাণিজ্যিক ব্যাংকে টানা ২০ বছরের অভিজ্ঞতা থাকলে এমডি প্রার্থী হতে পারবেন। এর মধ্যে আবার ৩ বছর ডিএমডি ও এএমডির অভিজ্ঞতা থাকতে হবে- যা এর আগে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার করেছিলেন ২ বছর। তারও আগে কোনো বার বা সীমারেখা ছিল না। ডিএমডি হওয়ার পরই এমডি হতে পারতেন। বর্তমানে তিন বছরের এই বার প্রত্যাহার চান বিভিন্ন ব্যাংকের ডিএমডি ও এএমডিরা।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান যুগান্তরকে বলেন, এমডি হওয়ার আগে অন্তত তিন বছর ডিএমডি-এএমডি না হলে কিভাবে এত বড় দায়িত্ব পালন করবে? সে বিবেচনায় এ সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বাণিজ্যিক ব্যাংকের এমডি হলে তাতে স্বার্থের কোনো সংঘাত দেখছি না। কারণ যিনি এমডি হবেন, তিনি বাংলাদেশ ব্যাংক থেকে সব ধরনের সম্পর্ক চিরস্থায়ীভাবে ছিন্ন করেই এমডি হবেন।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন বিধানের ফলে স্বার্থের সংঘাত দেখা দিতে পারে। এমনকি ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ পেতে নিয়ন্ত্রক সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়োগকারীদের এক ধরনের যোগসাজশ তৈরি হতে পারে। আবার একাধিক ব্যাংকার বলছেন, এই বিধানের ফলে ব্যাংকের এমডি ও সিইও নিয়োগের ক্ষেত্রে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। উদাহরণ হিসাবে তারা বলছেন, ধরা যাক কোনো একটি ব্যাংকের এমডি পদে বাংলাদেশ ব্যাংকের একজন প্রার্থীর সঙ্গে বেসরকারি ব্যাংকের একাধিক প্রার্থী রয়েছেন। সবাই যোগ্য ও অভিজ্ঞ। চূড়ান্তভাবে বাংলাদেশ ব্যাংক যখন এই প্যানেল থেকে নিয়োগ দিতে যাবে, তখন সহকর্মীর প্রতি তাদের কিছুটা হলেও সহানুভূতি বেশি থাকবে। আবার ব্যাংকগুলোর পর্ষদও এমডি ও সিইও নিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের বেশি প্রাধান্য দেবে। কারণ, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সুযোগ-সুবিধা পাওয়া ও সংস্থাটির সঙ্গে লিয়াজোঁর ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মকর্তারা অগ্রাধিকার পেতে পারেন।

অতীতেও বাংলাদেশ ব্যাংকের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বাণিজ্যিক ব্যাংকের এমডি হওয়ার নজির রয়েছে। তবে এত দিন এ ধরনের বিধান ছিল না। এখন বিধান করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের এমডি বা সিইও হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসাবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার ঠিক আগের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে তা ৩ বছর করা হয়। এটি আবার নিয়ন্ত্রক সংস্থার ক্ষেত্রে কার্যকর হবে না। তাদের ২৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকলেই ব্যাংকের এমডি হতে পারবেন।