Image description

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ইউনিয়ন ইসলামি ছাত্র শিবিরের সভাপতির বাবা। আজ বুধবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার বডহাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জোট পুকুরিয়া লালীর বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫৫) একই ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ার আলী আহমদের পুত্র এবং বড়হাতিয়া ইউনিয়ন শিবির সভাপতি শফিকুল ইসলামের বাবা। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন নুরুল ইসলাম। ভোরে যাত্রী নিয়ে গাড়ি চলাকালীন অবস্থায় পেছন দিকে থেকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরে বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শফিকুল ইসলাম জানান, স্থানীয় ইমাম সাহেবের মাধ্যমে জানতে পারি, আমার আব্বু এক্সিডেন্ট করছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তার নিশ্চিত করেন, আমার আব্বুর পেছন দিয়ে পিটে গুলি করে হত্যা করা হয়েছে। 

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। 

তিনি আরও জানান, ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।