Image description

বিতরণ লাইন, ট্রান্সফরমারসহ জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কাল শনিবার সিলেট ও সুনামগঞ্জ—দুই জেলায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট অংশে ১০ ঘণ্টা এবং সুনামগঞ্জ ও গোপালগঞ্জ অংশে ৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে বিভিন্ন এলাকা।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, ১১ কেভি সেনপাড়া এবং ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়—বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, আলুরতল; সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ; এবং শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ থাকবে না। কাজ নির্দিষ্ট সময়ের আগে শেষ হলে দ্রুত সংযোগ ফিরিয়ে দেওয়া হবে বলে বিউবো জানিয়েছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এদিকে একই দিনে সুনামগঞ্জেও পাঁচ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কারণে ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনে সাট-ডাউন নেওয়া হচ্ছে। ফলে বিউবো সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতের লক্ষ্যে সাময়িক বিদ্যুৎ বন্ধ রাখায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ।

এদিকে, নতুন ট্রান্সফর্মার কমিশনিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওয়াতাধীন সকল এলাকায় শনিবার (৬ ডিসেম্বর) ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(অঃদাঃ) গোলাম ফারুক মীর ও  ডিজিএম (সদর-কারিগরি) প্রকৌশলী কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, পিজিসিবি কর্তৃক গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে নতুন ট্রান্সফর্মার কমিশনিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামী শনিবার সকাল ৭টা ৩০ মি. থেকে দুপুর ১২টা ৩০ মি. পর্যন্ত গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওয়াতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

তারা আরও জানিয়েছেন, কাজের স্বার্থে যে কোন সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বিধায় বৈদ্যুতিক লাইন স্পর্শ বা লাইনের সংস্পর্শে থাকা গাছ-পালা না কাটার জন্য সকলকে অনুরোধও জানান। উন্নয়ন কাজের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন তারা।