শপথ গ্রহণের পর বুধবার প্রথম পূর্ণ দিবস অফিস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর সেই দিনই শুরু হলো নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের ধরপাকড়। নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার পালন করতে ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে বুধবার।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসী সন্দেহভাজন প্রায় ৩শ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সন্দেহ হলেই ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছে তারা।
আইসিই- এর নেতৃত্বে একটি মাল্টি-এজেন্সি বোস্টন, ডেনভার, ফিলাডেলফিয়া, আটলান্টা, সিয়াটেল, ওয়াশিংটন, ডিসি এবং মিয়ামির আশেপাশে অপরাধীদের গ্রেপ্তার করেছে।
এদিকে নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে বুধবার চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। যদিও তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তার কারণে তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি মঈন চৌধুরী।
মানবজমিনকে তিনি জানান, বুধবার সকালেই তিনি গ্রেপ্তারের সংবাদ পেয়েছেন। তিনি সকল বাংলাদেশিকে বৈধ আইডি সাথে রেখে চলাফেরা করার পরামর্শ দেন।
ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা মিডিয়াকে জানান, আইসিই তাদের নিয়মিত কাজ করবে, আজ (বুধবার ) থেকে শুরু হয়েছে, অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া চলতে থাকবে।