Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাস থেকে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রথম পর্বের নিবন্ধনে পাঁচ দিনে ২০ হাজার জন সাড়া দিয়েছে।

প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় নিবন্ধন চলছে ১৯ নভেম্বর থেকে, আর দ্বিতীয় পর্বে রোববার মধ্যরাতে শুরু হয়েছে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন। সব মিলিয়ে এসব অঞ্চলের ৭১টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন চলছে।

এর মধ্যে প্রথম পর্বের নিবন্ধনে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা এগিয়ে রয়েছেন। জেলার নিরিখে ঢাকার প্রবাসী ভোটারদের নিবন্ধন বেশি। আর আসনওয়ারি হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার সকালে নির্বাচন কমিশনের নিবন্ধন পোর্টালে (https://portal.ocv.gov.bd/report) এ তথ্য মিলেছে।

প্রথম পর্বের নিবন্ধন রোববার মধ্যরাতে শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় ২৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিতরাই এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের প্রবাসী ভোটাররা রোববার রাত থেকে নিবন্ধন করতে পারছেন। একইসঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের নিবন্ধন প্রক্রিয়া বাড়তি পাঁচদিন ধরে চলবে।

কোন দেশ, জেলা, আসনের প্রবাসীরা এগিয়ে

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর ১৯ নভেম্বর থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২০ হাজার ৩৮৫ জন নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৮৪ জন, বাকিরা নারী।

কাটতে হবে না, সিল হবে না

নিবন্ধন পোর্টালে দেশভিত্তিক হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে—৭,৯৯০ জন। এরপর জাপানে ৫,০৩১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩,১৮০ জন এবং চীনে ১,৪০৮ জন রয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২,৩৪৮ জন নিবন্ধনকারীর বাড়ি ঢাকায়। কুমিল্লার নিবন্ধনকারী ১,৬৬১ জন, নোয়াখালীর ১,৪০১ জন এবং চাঁপাইনবগঞ্জের ৯৯৯ জন নিবন্ধনকারী রয়েছে। তবে কম-বেশি দেশের ৬৪ জেলার প্রবাসীরাই নিবন্ধানে সাড়া দিয়েছেন।

আসনওয়ারি হিসাবে সবচেয়ে বেশি ৭৪১ জন নিবন্ধনকারীর নির্বাচনি এলাকা চাঁপাইনবগঞ্জ-৩। এরপরে রয়েছে নোয়াখালী-৩ আসনে, সেখানকার ৪০৫ জন ইতোমধ্যে নিবন্ধন সেরেছেন। নোয়াখালী-১ আসনে ৩৯৮ জন, মুন্সীগঞ্জ-৩ আসনে ৩৯৬ জন, ফেনী-৩ আসনে ৩৬৩ জন এবং চট্টগ্রাম-১৬ আসনে ৩১৬ জন রয়েছেন।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির জন্য গেল মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

যেভাবে পোস্টাল ভোটিং

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত ভোটারদের দেওয়া ঠিকানায় পোস্টাল ব্যালটসহ খাম পাঠাবে নির্বাচন কমিশন।

খাম পেয়ে পরপরই ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে লগইন করে খামের উপর দেওয়া ‘কিউআর’ কোডটি স্ক্যান করবেন ভোটার। এতে তিনি যে ব্যালট পেপারটি হাতে পেয়েছেন তা সিস্টেমে শনাক্ত হবে।

এরপর নিয়ম মেনে ভোট দিয়ে ইসির পাঠানো খামে ব্যালট ভরে পাঠাতে হবে ডাকযোগে, যার মাশুল পরিশোধ করবে সরকার। পোস্টাল ব্যালট পেপার গণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি গণনা কক্ষ প্রস্তুত করা হবে।

পোস্টাল ব্যালট পেপার গণনা শেষ হলে তা সাধারণ কেন্দ্রের সঙ্গে যোগ করে ফল ঘোষণা করা হবে। কেবল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাপ্ত ভোটের সংখ্যাও আলাদা করে জানানো হবে।