Image description

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা রাজনৈতিক সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের বিশ্লেষণ সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমরা যে কোন সময় বিপদে পড়তে পারি।

 

রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ইমাম-খতীব সম্মেলনে তিনি এসব কথা বলেন। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর এর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে।

তিনি আরও বলেন, দায়িত্বশীলদেরকে অনুরোধ করবো- ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা প্রদান করবেন।

সম্মেলনে বক্তব্য রাখেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপি'র সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।