Image description

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শাহিন (৩১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জুরাইনের চেয়ারম্যানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ মোহন বলেন, শাহিন জুরাইনে একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। সন্ধ্যার দিকে কে বা কারা জুরাইন চেয়ারম্যানবাড়ি এলাকায় তাকে লক্ষ্য করে মাথার পেছনে গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, জুরাইন এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।