ইতালির রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া একটি ফ্লাইটে বোমা আছে- এমন খবর এসেছিল একটি পাকিস্তানি মোবাইল ফোন নম্বর থেকে। আজ বুধবার বিকেল ৪টায় পর বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।
তিনি বলেন, ‘হোয়াটসঅ্যাপে ম্যাসেজ এসেছে। এটা পাকিস্তানি নম্বর। তিনি আমাদের তথ্য দিয়েছে। দুইটা ব্যাগ সন্দেহ করেছিলাম। তবে কিছু পাওয়া যায়নি।’
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রোম থেকে যাত্রা করে ঢাকায় ৯টা ২০ মিনিটে অবতরণ করে। ২৫০ জন যাত্রী ছিল। ১৩ জন ক্রু ছিল। আমাদের এখানে আসার পর আমার সর্বোচ্চ প্রস্তুতি নেই। প্রতিটি সংস্থা সুন্দরভাবে কাজ করেছে। ’
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রতিটি যাত্রী সুন্দরভাবে গেছে। যাত্রীদের দ্রুত বের করে, তিন চারটা লাইন করে, দ্রুত চেক করে টার্মিনালে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে। প্রত্যেকটা যাত্রী কো-অপারেশন করেছে।’
মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, ‘এত বড় অপারেশনে কোনো ছন্দপতন হয়নি। আমি বিমান বাহিনীর প্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তাকে সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই হাজির হয়ে গেছে। ’