Image description
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের ৩ দিনের ও মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। আজ বুধবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

 

পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। প্রত্যেক আসামি একাধিকবার রিমান্ডপ্রাপ্ত হওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন।  আদালত সূত্রে জানা গেছে, হত্যা মামলায় আতিকুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশ। এছাড়া হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক ও সলুর পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। মোহাম্মদপুর থানার মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন।