প্রতিটি জুলাই শহীদের পরিবারের কাঁধে প্রিয়জনের লাশ আর বাংলাদেশের কাঁধে ন্যায়বিচারের ভার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে উপদেষ্টা লেখেন, টিভিতে দেখতে পেলাম জুলাইয়ে আহতরা কাঁধে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ লেখা স্কার্ফ পড়ে ট্রাইব্যুনালে ঢুকছে ধীর পায়ে। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে রিপোর্ট করছে রিপোর্টাররা। বেশিরভাগ পরিবারের সদস্যরা এখনো সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের মুখে শুধু একটাই কথা ‘বিচার চাই’। দুই বোন মিম-মিতুর কাঁধে শহীদ রাব্বির লাশ।
তিনি আরও লেখেন, প্রতিটা শহীদের পরিবারের কাঁধে তাদের প্রিয়জনের লাশ। আর বাংলাদেশের কাঁধে ন্যায়বিচারের ভার। ন্যায়বিচারই একটা জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে, হিলিং করতে পারে আমাদের গভীর ক্ষতের।
উল্লেখ্য, বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে হওয়া মামলার রায় পড়ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।