জুলাই অভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ঢাবি শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলায় অংশ নেওয়া বহিরাগত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে জিহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে বাউফল থানার পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ তাকে আটক করে। আজ (শনিবার) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই ঢাবি ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর দলবল নিয়ে হামলা চালান বাউফলের ছাত্রলীগ নেতা জিহাদ। পরে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্যদিয়ে সরকার পতনের পর থেকেই জিহাদ পলাতক ছিলেন। জিহাদকে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। সে সময় তিনি বাউফল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের প্রত্যাশী ছিলেন।
গ্রেপ্তার হওয়া জিহাদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর–তাঁতেরকাঠি ইউনিয়নের বাসিন্দা। পুলিশের দাবি, তার সঠিক অবস্থান নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।