Image description

৪১ বছর ধরে বিনা বেতনে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছেন দেশের স্বাধীন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বারবার আশ্বাসের পরও জাতীয়করণের ঘোষণা বাস্তবায়িত না হওয়ায় এবার অনশন কর্মসূচিতে নেমেছেন তারা।

রাজধানীর অনশনস্থলে এক শিক্ষিকা বলেন, ‘আমরা কোনো বেতন পাই না। ৪১ বছর ধরে স্বতন্ত্রভাবে শিক্ষা দিচ্ছি। চলতি বছরের ২৮ জানুয়ারি সরকার আমাদের জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু ১০ মাস পার হলেও তা বাস্তবায়িত হয়নি। প্রতিবারই বলা হয়—হবে, দিব, শিগগিরই হবে; কিন্তু বাস্তবে কিছুই হয় না।’ 

তিনি আরও জানান, ‘গত ১৪ সেপ্টেম্বর আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে এক মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু সে সময়েও কোনো অগ্রগতি হয়নি।’

তিনি আরও বলেন, ‘গত ২ নভেম্বর আমরা লংমার্চে বের হলে হাইকোর্টের সামনে পুলিশ আমাদের ব্যারিকেড দেয়। বলা হয় ১০৯৯টি ইবতেদায়ী মাদ্রাসার স্বাক্ষর শর্তসাপেক্ষে অনুমোদিত। আমরা জানতে চাই, কীসের শর্ত? যখন প্রাথমিক বিদ্যালয়গুলো বিনা শর্তে জাতীয়করণ হয়, তখন আমাদের ক্ষেত্রে এই শর্ত কেন?’