গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।
নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮), দুপচাচিয়া উপজেলার সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
এর আগে রোববার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ওই গ্রামের কৃষক আব্দুস ছালামের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ একটি চক্র তিনটি গরু চুরি করে পিকআপভ্যানে তুলতে গেলে বাড়ির লোকজন টের পান এবং চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া দেয়। পালানোর চেষ্টা করে তিন চোর পাশের জঙ্গলে ও পরে একটি পুকুরে লাফিয়ে পড়েন। সেখানেই তাদের ধরে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে দুইজন মারা যায়। গুরুতর আহত আরেকজনকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্য হয়।
এদিকে এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. তফিজ উদ্দীন।
স্থানীয়দের দাবি, প্রায় ৮-১০ জনের একটি সংঘবদ্ধ গরুচোর চক্র এ কাজে জড়িত ছিল। ধাওয়া খেয়ে সহযোগীরা পিকআপসহ পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে আটক হয় তারা।