Image description
 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একতা টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। 

 

শনিবার (১ নভেম্বর) বিকাল ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোনাবাড়ী আমবাগ রোডে অবস্থিত একতা টাওয়ারের ফাস্টফুডের দোকানে ৫টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পরে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

 কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফুজ্জামান জানান, আমরা মার্কেটের ভেতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। ভেতরে প্রচুর ধোঁয়া। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

কোনাবাড়ী মেট্রো থানার ওসি সালাউদ্দিন বলেন, একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ কাজ করছে। কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।