নওগাঁর বদলগাছীতে পুলিশের উপস্থিতিতেই এক প্রবাসীর বাড়িতে হামলায় দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পালশা গ্রামের ফিরোজ হোসেন দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত। প্রায় পাঁচ মাস আগে তিনি বগুড়ার সান্তাহার এলাকার রনী নামে এক ব্যক্তির সঙ্গে মিলে ৫-৬ জনকে মালদ্বীপে নিয়ে আসেন।
সম্প্রতি প্রবাসীদের স্বজনরা টাকা ফেরত চেয়ে ফিরোজের বাড়িতে যান। ওই সময় ফিরোজের ভাই দুলালের স্ত্রী ও কন্যার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন রানা। তিনি বলেন, ‘আমি কাউকে মারিনি, মারধরের কোনো নির্দেশও দিইনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’