সড়ক দুর্ঘটনায় ফিটনেসবিহীন যানবাহনগুলোকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, রাস্তা থেকে দ্রুতই এই ধরনের গাড়ি সরিয়ে ফেলা হবে। একইসঙ্গে, তিনি মোটরসাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহারের তাগিদ দেন এবং জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মাঝে ১০ হাজার হেলমেট বিতরণের ঘোষণা দেন।
বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেঁজগাওয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নিয়ন্ত্রণমূলক সংস্থা নয়, বরং সেবামূলক সংস্থায় পরিণত করা হবে। তিনি জানান, ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে।
এছাড়াও, উপদেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত বা ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য বিআরটিএকে নির্দেশনা দেন।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা বিআরটিএ নির্বাচিত দেশের ১৬ জন দক্ষ গাড়ি চালককে পুরস্কার এবং মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন।