Image description
 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার সঙ্গে সঙ্গে তার অনুগত এমপিরাও পালিয়ে যান। এরপর থেকেই ফাঁকা হয়ে যায় জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে থাকা ন্যাম ভবন। বেশ কয়েকমাস ন্যাম ভবনের কোনো ফ্ল্যাটেই জ্বলেনি আলো। তবে সম্প্রতি কয়েকটি ভবনের বেশ কিছু ফ্ল্যাটে সন্ধ্যার পরই আলো জ্বলতে দেখা দেখা গেছে।

 

ফলে প্রশ্ন উঠেছে সরকার পতনের পর এমপিরা পলাতক, ন্যাম ভবনে থাকছেন কারা?

পরে ন্যাম ভবনে গিয়ে কথা হয় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, ন্যাম ভবনের কয়েকটি ফ্ল্যাটে থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

 

তবে ৪, ৫ ও ৬ নম্বর ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে চোখে পড়ছে সহপরিবারে বসবাসের নমুনা। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ৬ নম্বর ভবনের বিভিন্ন ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকছেন পাঁচজন প্রসিকিউটর।

 

এ বিষয়ে জানতে গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন দপ্তরের পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।