Image description
 

Sabina Ahmed (সাবিনা আহমেদ)


 
চাকসুতে ২৬ এ ২৪ পেয়ে শিবির জোট জয়ী।
 
হ্যাট্রিক করল ছাত্র শিবির -ডাকসু, জাকসু, চাকসু।
 
নেক্সট রাকসু। সেখানকার অবস্থা কেমন? ছাত্র দলের ভিপি পদ জেতার সম্ভাবনা আছে?
 
ছাত্র শিবির, বি হাম্বল। ছাত্রছাত্রীরা তোমাদের উপর যেই ভরসা দেখিয়েছে এই পর্যন্ত, তা ধরে রাখতে দিনরাত এক করে কাজ কর সবার জন্য, সাথে নিজেদের লেখাপড়া।
 
এসব বিজয় তোমাদের যেন উদ্ধত বানিয়ে না ফেলে।
 
ছাত্রদল, মনে হচ্ছে শিবির থেকে তোমাদের শেখার আছে অনেক কিছু।
 
কারণ একটা দুইটা না, তিন তিনটা বিশ্ববিদ্যালয়ে শিবির জোটের এমন বিজয় কোনও বাইচ্যান্স ব্যাপার না, এর পিছনে আছে দীর্ঘদিনের পরিকল্পনা আর প্রচেষ্টা।
 
অহেতুক নির্বাচন বর্জন আর শিবিরের সমালোচনা যে দেশের ছাত্রছাত্রীরা মেনে নিচ্ছে না এটা উপলব্ধি কর।
 
না হলে এ বছর যেমন হেরেছ, তেমন আগামী বছরেও হারবে।
 
খালি খালি রাজাকার, রগকাটা, কারচুপি এসব কারণ দেখিও না। মানুষ আর এগুলা খায় না।
 
যারা তোমাদের এসব শেখায় তাদের বর্জন কর। তোমাদের শুভাকাঙ্খী হিসাবে এসব উপদেশ দিলাম।
 
শুনলে তোমাদের কাজে দিবে। না শুনলে ফি আমানিল্লাহ!!