
দাবি আদায়ে এবার শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে ফেসবুকে লাইভে এসে এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা এ মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছি। আগামীকাল বেলা ১২টায় শাহবাগ ব্লকেড করবো। সবাইকে অনুরোধ করব, শহীদ মিনারে চলে আসুন। আগামীকালের কর্মসূচিতে অংশ নেন।
লাইভ বক্তব্য দেওয়ার সময় ইন্টারনেট ধীরগতির অভিযোগ করে এ শিক্ষক নেতা বলেন, ফ্যাসিবাদী কায়দায় নেট স্লো করা হয়েছে, আপনারা সবাই এর প্রতিবাদ জানান।
২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শহীদ মিনার থেকে সচিবালয় যাওয়ার পথে হাইকোর্ট এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। রাতে তারা আবার শহীদ মিনারে অবস্থান নেন।