Image description
 

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় মকলেছুর রহমান (৬৩) নামের এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে। নিহত মোখলেছুর রহমান সাহারবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা এতিমখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, মোখলেসুর রহমান মোটরসাইকেল যোগে গাংনী থেকে সাহারবাটি যাওয়ার পথে এতিমখানা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক
তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটির লুটিয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্সে তোলার সময় তার মৃত্যু হয়।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, মোখলেসুর রহমানের মাথায় বেশি আঘাত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শীর্ষনিউজ