
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মুনতাসির মাহমুদকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর প্রেক্ষিতে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো। যা আজ রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে কার্যকর হবে।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে মেজর জেনারেল অধ্যাপক ড. আজিজ বলেন, ‘বেশ কয়েকদিন ধরে মুনতাসির মাহমুদ মব করার চেষ্টা করছে। কারণ সে চায় তার চাহিদা ও পছন্দ অনুযায়ী লোকজন রেড ক্রিসেন্টে নিয়োগে। সামগ্রিক দিক বিবেচনা করেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’