Image description

জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচনকে সামনে রেখে অংশীজন ও নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করছে কমিশন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। প্রথম ধাপে সুশীল সমাজ এবং দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলের সঙ্গে চলবে সংলাপ। ইসি’র একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, প্রথমপর্বটি শুরু হচ্ছে চলতি মাসের শেষে আর দ্বিতীয় পর্ব অক্টোবরের প্রথম দিকে শুরু হওয়ার কথা রয়েছে।   

জানা গেছে, সংলাপের সময়সূচি প্রস্তুত করে রেখেছে ইসি সচিবালয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা নথিতে অনুমোদন করলেই অংশীজনদের চিঠি দিয়ে ও ফোনে জানানো হবে। ইসি কর্মকর্তারা জানান, প্রায় এক মাস ধরে এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, নারী নেত্রী, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে।

সূত্র জানায়, বর্তমানে নতুন দলের নিবন্ধন কার্যক্রম চলছে। তাদের নিয়েই কমিশন সংলাপের আয়োজন করতে চায়। এজন্য দলগুলোর সঙ্গে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বসা হবে। তবে এবার দলগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে এবং বড় দলগুলোকে আলাদা করে সংলাপ হতে পারে। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, সব দলকেই আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি না। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই বড় দলগুলোকে আলাদা এবং অন্যান্য দলগুলোকে গ্রুপে ভাগ করে নিয়ে বসতে পারি।  

এ ব্যাপারে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংলাপ চলতি মাসের শেষের দিকে শুরু হতে পারে। আমাদের সবকিছু প্রস্তুত করা আছে। এখন কমিশন অনুমোদন দিলেই হবে। 

ইসি’র নিবন্ধন পাচ্ছে ছয় দল 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগের ৫১টি দলের সঙ্গে নতুন করে নিবন্ধন পেতে যাচ্ছে আরও ছয়টি রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। সূত্র জানায়, সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

সূত্র আরও জানায়, ২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে ফাইল তোলা হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বা স্বাক্ষর হয়েছে গত রোববার। জানা গেছে, ২২টি দলের মধ্যে ৬টি দলের নিবন্ধনের জন্য কমিশনের কাছে নথিতে ফাইল তোলা হয়েছে। ১০টি দলের বিষয়ে পুনঃতদন্ত করা হবে এবং বাকি ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে। 

বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। এবার আরও ছয়টি দল নিবন্ধন পেলে ইসি’র নিবন্ধিত মোট দলের সংখ্যা দাঁড়াবে ৫৭টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করে ইসি।