
দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক এলাকায় কাজী মহি উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মহি উদ্দিনের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাপুরে।
নিহতের পার্শ্ববর্তী প্রবাসীরা জানান, মহি উদ্দিন গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। তার দোকান খোলা না পেয়ে প্রবাসীরা উদ্বিগ্ন হয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে আইস প্যাকেটের নিচে ফ্রিজ থেকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশু রাতে দোকান বন্ধ করার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দোকানের সামনের শাটার লক করা থাকলেও পেছনের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের এক মালাউই কর্মচারী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।