
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ আসনের মধ্যে ৪৬টির সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিবর্তনের ফলে গাজীপুরে একটি আসন বেড়ে দাঁড়িয়েছে ছয়টিতে, আর বাগেরহাটে একটি আসন কমে হয়েছে তিনটি। রাজধানী ঢাকার ছয়টি আসনের সীমানাতেও আংশিক রদবদল আনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সীমানা চূড়ান্ত করা হয়। ইসির ভাষ্য অনুযায়ী, দ্রুত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে এই সীমানা অনুযায়ী।
গত ৩০ জুলাই প্রকাশিত খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি কমানোর প্রস্তাব করা হয়। এ নিয়ে বিভিন্ন জেলা থেকে দাবি-আপত্তি, সুপারিশ ও মতামত পাঠানো হয়। ইসি জানিয়েছে, ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১,১৮৫টি আপত্তি ও ৭০৮টি সুপারিশ জমা পড়ে। পরে ২৪ থেকে ২৭ আগস্ট এসব আবেদন নিয়ে শুনানি করে কমিশন। তবে চূড়ান্ত সিদ্ধান্তে গাজীপুরে নতুন আসন এবং বাগেরহাটে কমানো আসন পূর্বের অবস্থানেই বহাল রাখা হয়।
বাগেরহাটে একটি আসন কমানোর সিদ্ধান্তে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। তারা সড়ক অবরোধ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। শুনানিতেও চারটি আসন বহালের দাবিতে যুক্তি তুলে ধরেন তারা। তবুও কমিশন তাদের দাবি আমলে নেয়নি।
অপরদিকে, গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সেখানকার জনগণ। শুনানির সময় তারা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে।
যেসব আসনের সীমানায় পরিবর্তন
ইসির চূড়ান্ত তালিকা অনুযায়ী সীমানা পরিবর্তন এসেছে যে ৪৬টি আসনে, তার মধ্যে উল্লেখযোগ্য:
ঢাকা: ২, ৪, ৫, ৭, ১০ ও ১৪ গাজীপুর: ১, ২, ৩, ৫ ও নতুন ৬ বাগেরহাট: ১, ২ ও ৩ (পূর্বে ছিল ৪টি) সাতক্ষীরা: ২, ৩ ও ৪ এছাড়া নারায়ণগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, পঞ্চগড়সহ আরও কয়েকটি জেলার একাধিক আসনে সীমা পুনর্বিন্যাস করা হয়েছে।
ইসি জানিয়েছে, জনসংখ্যার ভারসাম্য, প্রশাসনিক কাঠামো, ভৌগোলিক সীমানা ও নির্বাচন পরিচালনার সুবিধা বিবেচনায় নিয়েই নতুন সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে কোথাও কোথাও নতুন আসনের সৃষ্টি হয়েছে, আবার কিছু জায়গায় আসন সংখ্যা কমানো হয়েছে।
ইসির জ্যেষ্ঠ সচিব বলেন,“৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। পরবর্তী সংসদ নির্বাচন এই সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে।”
নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, তা প্রায়শই জনসাধারণ ও রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দেয়। এবারও কিছু এলাকায় অসন্তোষ দেখা গেছে। তবে নির্বাচন কমিশন তার নিজস্ব মানদণ্ড ও যুক্তির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে অটল থেকেছে।