Image description

তিন দিনের সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়-সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আগামী ২৪ আগস্ট দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

সফরকালে ইসহাক দার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

 

ইসহাক দার শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবেন। সফরের অংশ হিসেবে তিনি নাগরিক সমাজ, ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশে অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবেন। রবিবার সকালে হোটেলেই বাণিজ্য উপদেষ্টা এবং নীতি নির্ধারক ব্যক্তিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

 

এ সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের শীতলতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া।