
পাবনার চাটমোহরে কৃষক দল নেতা কর্তৃক ভেজাল দুধ তৈরি করে সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার পরে এবার তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতে চাটমোহর উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিটন বিশ্বাস এবং সদস্যসচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মমিন হোসেনকে সাময়িক বহিষ্কার করা হলো।
উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে এবং বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. মমিন হোসেনের দুধের মিলে ১৮ আগস্ট চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী অভিযান পরিচালনা করে ৭০ লিটার ভেজাল দুধ জব্দ করে।
অভিযানকালে কারখানা থেকে ভেজাল দুধ ছাড়াও কেমিক্যাল, জেলি, ডিটারজেন্ট গুড়া, নিম্নমানের তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা উদ্ধার করা হয়। ২০ আগস্ট সকালে দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে ইউএনও মুসা নাসের চৌধুরী ভোক্তা সংরক্ষণ আইনে অভিযুক্ত কৃষক দল নেতা মমিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।