
খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরির ঘটনায় অবশেষে মূল হোতা ইউনূস শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) ভোরে রূপসা ঘাট কৃষি ব্যাংক ভবনের চারতলা থেকে আটক করা হয়। গ্রেফতার ইউনূস শেখ ওই ভবনের চারতলায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনূস টাকা চুরির কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, পেশায় লেদ মিস্ত্রি ইউনূস ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন। লোহা কাটায় দক্ষ হওয়ায় সেই কৌশল ব্যবহার করেই তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ফেলেন। ভোরবেলায় কোনো নিরাপত্তাকর্মী না থাকার সুযোগে ব্যাংকে প্রবেশ করে টাকা নিয়ে পালিয়ে যান।
জিজ্ঞাসাবাদে ইউনূস জানান, তিনি দীর্ঘদিন দেনার চাপে ছিলেন। চুরি করা টাকা দিয়ে এরই মধ্যে কিছু দেনা শোধ করেছেন বলেও স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের একটি দল ইতোমধ্যে কিছু টাকা উদ্ধার করেছে।
এএসপি সাইফুল ইসলাম বলেন, ‘তদন্তে প্রমাণ মিলেছে—চুরির ঘটনাটি ইউনূস একাই করেছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
উল্লেখ্য, গত ১৫ আগস্ট (শুক্রবার) রাতে রূপসা ঘাটের বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ ১৪ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।